আমাদের প্রতিদিনের জীবনে সোশ্যাল সাইট গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে । সারাদিনের কাজের ফাঁকেই আমরা দেখে নিই কে কি পোস্ট করলো বা কে কি শেয়ার করলো তাদের নিজস্ব একাউন্ট থেকে । তাই নিজেকেও সবার সঙ্গে আপডেটেট রাখতে কিছু ছোট ছোট লেখা বা status শেয়ার করাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ।আপনি ইন্টারনেট এ হয়তো Bengali Facebook Status বা Bengali What's app Status বা Bangla Status কিংবা Bangla Status For Facebook & What's app খুঁজে থাকবেন । তাই এই পোস্টে রয়েছে বিশেষ কিছু লেখা যা আপনার হয়তো ভালো লাগবে । এবং এই লেখা গুলো যখন আপনি ফেসবুক স্ট্যাটাস বা হোয়াটস আপ স্ট্যাটাস এ দেবেন সেটা আপনার ব্যক্তিত্ব কে প্রস্ফুটিত করবে অনায়াসে ।
বাঙালীর কবিতা , গল্প তার মজ্জাগত । এই ওয়েবসাইটে তাই আমরা নিয়মিত লেখা আপডেট দিয়ে থাকি । আজকের পোস্টটি বাংলার সেরা স্ট্যাটাস কে নিয়ে । 30 টি সেরা বাংলা স্ট্যাটাস এখানে রয়েছে ।
চলুন , এবারে শুরু করা যাক ...
★★★31+ [BEST] Hridoyer Status- হৃদয়ের স্ট্যাটাস
Hridoyer Status- হৃদয়ের স্ট্যাটাস : ভালবেসেছি , জানো না তুমি
আলতো 'বিষাদ ছোয়া'
একলা রাতে আমায় কাঁদাক
তোমার স্মৃতির হওয়া ।
Facebook Bangla Status
2.
হৃদয়ের স্ট্যাটাস: নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ
উড়বে বলে আগুন খোঁজে
শান্ত একটা ফানুস ।
30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
Whatsapp Bangla Status
3.
Hridoyer Status: দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায়
সারাটি জনম রেখগো আমায়
তোমার মনের মন পিঞ্জারায় ।
বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
4.
প্রেমে পড়ে গেলে পাশে থাকুন
মনে জায়গা নেই ।
5.
আচ্ছা ,প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?
কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম
আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা
Hridoyer Status
6.
হাজারো ভালোবাসার মাঝে
আমার টা হয়তো একটু ফিকে,
যদি সময় হয় তাকিও আমার দিকে ।
7.
কি অদ্ভুত তাইনা ?
প্রেমও তার সাথেই হয়
যে আমাদের কপালে নেই ।
Bangla status 2020
8.
আবেগগুলো অসম্পূর্ণই থাক
কারণ আমি মধ্যবিত্ত ।
বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
9.
না থাকতে চলে যাও ,
এসো না আর ফিরে ।
তোমায় নাহয় খুঁজে নেবো
মিথ্যে কল্পনার ভিড়ে ।
30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
Alone status Bangla
10.
ভালো থাকুক ভালোবাসা
অন্য কারোর ভালোবাসায় ।
হৃদয়ের স্ট্যাটাস
11.
অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে
আর আমি ?
আমি কথিত সেই বামুন
চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।
30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
আরও পড়ুন ,
Best Romantic Love Status
12.
ভালোবাসাও একটা বাচ্চার মতো
যার চোখ আছে , হাত আছে
অনুভূতি আছে ।
আছে একটা নামও ,
আর নামটা হলো , আদর ❤️ ।
13.
তুমিও দেখোনা ফিরে
আমিও লোকাই ব্যথা হেসে ,
আমাদের চাওয়া , পাওয়া বেঁচে আছে
বোবা এস এম এসে ।
14.
প্রতিটা মধ্যবিত্ত ব্যাচেলর অঞ্জন দত্তের
একটা করে বেলা বোস থাকে
যাকে সে মন থেকে চাইলেও
কোনদিনই পায়না ।
Bangla attitude status for Facebook
15.
সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাক না ক্ষত , আগুন দিলেই পুরবো
নাহয় রংমশালের মতো ।
16.
ও পাড়ার পাগলিটাও আজ মা হলো
ধর্ষক পুরুষে , ধর্ষিত পুরুষতন্ত্র ।
30+ Best Bengali Status For Whatsapp & Facebook | বাংলা হোয়াটস অ্যাপ স্ট্যাটাস | বাংলা ফেসবুক স্ট্যাটাস
Facebook Bangla status about life
17 .
প্রকৃত পুরুষ তো সে
যে সুযোগ পেলেই নারী শরীর
ছুঁয়ে দেখার চেয়ে
নারীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসে ।
18 .
রোজনামচা জীবন মানে
নতুন অভিনয় ।
সুখ হাসে ঠোঁটের কোণে
তবু দুঃখ আড়ালেই রয় ।
19 .
প্রথমত চা চাই
দ্বিতীয়ত চা চাই
আর সবশেষে আমি চা চাই ।
Bangla funny status
20 .
ডিনার করেছো ?
হ্যা
কি খেয়েছো ?
কেন তোদের বাড়িতে রান্না হয়নি ?
লোকের বাড়ির হাড়ির খবর নেয়া কি ধরনের স্বভাব ?
21.
কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা
জলছবি আর আঁকবে না
জমানো অনেক গল্প ছিলো
থাক ! তুমি বুঝবে না ।
22.
চাঁদ খুঁজতে গিয়ে আমি
আধার খুঁজে পাই ।
সবার জন্য জ্যোৎস্না আছে
আমার জন্য নাই ।
আরো পড়ুন ,
50 Best Bangla Status For Facebook
বাংলা ফেসবুক স্ট্যাটাস
23.
জীবনটা এক যুদ্ধক্ষেত্র
চড়াই , উতরাই থাকবেই
সব কিছু পেরিয়ে গেলে
তবে তো জিত আসবেই ।
24.
ভাই , ওই মালটা দেখ যাচ্ছে
উফ ! কি ফিগার
তোর বোন যখন রাস্তায় বের হয়
তখন যদি এই কথাটা কেউ বলে ?
মানুষ নয় , মানসিকতা বদলাও ।
25.
তুমিও বোঝ , আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো , আমিও বলি
তবে সোজাসুজি না ।
26.
ভালো থাকি বা খারাপ থাকি
মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি।
27.
সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়
মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।
28.
প্রতিটা Excuse me শব্দের পিছনে
'এই বাল সামনে থেকে সরে 'কথাটি
লুকিয়ে থাকে।
29.
চলুন , পৃথিবীকে একটা সুযোগ দিন
আপনাকে আপনার
কাজের জন্য মনে রাখার ..
30.
তুমি রাত জেগে কি করো?
মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি
আর লাইক , কমেন্ট react দিয়ে পাশে থাকি ।